পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

S Jaishankar Participates in Garba: 60 বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে গরবায় অংশ নিলেন বিদেশমন্ত্রী - Garba

By

Published : Oct 2, 2022, 3:33 PM IST

নবরাত্রি (Navratri) উপলক্ষে ষষ্ঠীর সন্ধ্যায় দেবী অম্বার আরতি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো ৷ যেখানে 60 জন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে গরবা নাচে অংশ নেন এস জয়শঙ্কর (MEA S Jaishankar Participates in Garba dance) ৷ সেখানে উপস্থিত অন্যান্য গরবা নৃত্যশিল্পীদের সঙ্গেও দেখা করেন বিদেশমন্ত্রী ৷ গুজরাতের বিখ্যাত চানিয়া চোলির কাজ করা ওভার কোট পড়েছিলেন তিনি ৷ পাশাপাশি, সেখানে উপস্থিত বাকিদের উৎসাহ প্রদান করেন বিদেশমন্ত্রী ৷ সেই গরবা নৃত্যের ছবি শেয়ার করেছে বিদেশমন্ত্রক ৷

ABOUT THE AUTHOR

...view details