Baguiati Double murder: বাগুইআটির ঘটনায় পুলিশের অপদার্থতা আছে, মৃতের মা-বাবার সঙ্গে দেখা করে মত সেলিমের - Shatarup Ghosh
বাগুইআটি জোড়া খুনের ঘটনায় মৃত অভিষেক নস্করের বাড়িতে সিপিএমের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim), সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), শতরূপ ঘোষ (Shatarup Ghosh)-সহ বাম নেতৃত্ব। মৃত অভিষেকের বাবা ও মায়ের সঙ্গে কথা বলে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন সেলিম-সুজনরা (Md Salim Sujan Chakraborty reacts on Baguiati Double murder incident) ৷ সিপিএমের প্রতিনিধি দলের অভিযোগ, তৃণমূলের লোকজনরা তদন্তে বাধা দিচ্ছেন ৷ কিছু মানুষ আছেন যারা পরিবারের ব্যথা বোঝেন না, পুলিশের হয়ে বাধা দিতে চলে আসেন ৷ এই জোড়া খুনের ঘটনায় পুলিশের অপদার্থতা আছে বলে জোর গলায় দাবি করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম ৷