পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Maternity Death : চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তেজনা রায়গঞ্জে - Maternity Death

By

Published : May 7, 2022, 9:39 PM IST

প্রসূতি মৃত্যুর ঘটনায় শনিবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়াল রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ায় অবস্থিত স্টার নার্সিং হোমে (Maternity Death due to medical negligence) । রোগী মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা ৷ তার জেরে ওই নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নার্সিং হোম সূত্রে খবর, মৃতার নাম রিয়া কর্মকার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডিতে। পরিবার সূত্রে খবর, প্রসব যন্ত্রণা নিয়ে শুক্রবার ওই নার্সিংহোমে ভর্তি হয় রিয়া। রাতেই এক সন্তানের জন্ম দেয় সে। পরিবারের অভিযোগ, শিশু জন্ম দেওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে রিয়ার। শুরু হয় শ্বাসকষ্ট । বারংবার চিকিৎসক ও নার্সদের ডাকা হলেও প্রয়োজনীয় চিকিৎসা হয়নি বলে অভিযোগ। এরপরই এদিন দুপুরে মৃত্যু হয় রিয়ার।

ABOUT THE AUTHOR

...view details