সাধারণ ধর্মঘটে ব্যাপক সাড়া কোচবিহারে, টায়ার জ্বালিয়ে অবরোধ - Massive response to general strike in coochbehar
16টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়ল কোচবিহারে । এদিন সকাল থেকে কোচবিহারে কোনও দোকানপাট খোলেনি । খোলেনি হাট-বাজারও । বেসরকারি বাসও পথে নামেনি । তবে পুলিশি প্রহরায় কিছু কিছু এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলেছে । এদিন ধর্মঘটের সমর্থনে কোচবিহার শহরে মিছিল করে CPI(M) শ্রমিক সংগঠনসহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন । বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বনধ সমর্থকরা।