পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Storm in Karandighi : প্রবল ঝড়-বৃষ্টির দাপটে বিপর্যস্ত করণদিঘি, ভেঙেছে পোলট্রি ফার্ম - প্রবল ঝড়ের সঙ্গে চলে বৃষ্টি তাতে চলে প্রলয়কাণ্ড

By

Published : May 17, 2022, 6:15 PM IST

সোমবার রাতের প্রবল ঝড়ের দাপটে বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের 2 নম্বর লাহুতারা গ্রাম পঞ্চায়েতের সাদিপুর-সহ বেশ কয়েকটি গ্রাম (massive damage due to heavy storm and rain)। গতকাল রাতে প্রবল ঝড়ের সঙ্গে চলে বৃষ্টি তাতে চলে প্রলয়কাণ্ড। যার প্রভাবে সাদিপুর-সহ সংলগ্ন গ্রামগুলিতে ব্যপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে একাধিক মাটির, টিনের বাড়ি ও বেসরকারি প্রাথমিক স্কুল-সহ বড় বড় গাছ। বিদ্যুতের তার এদিক-সেদিক পড়ে রয়েছে। যার জেড়ে অসহায় পরিস্থিতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। ওই এলাকায় ফাগু সিংহের একটি বড়সড় পোলট্রি ফার্মের চূড়ান্ত ক্ষতি হয়েছে এই ঝড়-বৃষ্টির কারণে। ফার্মটি ভেঙে পড়ায় প্রায় হাজার-দু'য়েক পোলট্রি শাবক মারা গিয়েছে । এ কারণে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পোলট্রি ফার্মের মালিকের। রাত পেরিয়ে দুপুর হয়ে গেলেও কোনও সরকারি আধিকারিক পরিদর্শনে আসেননি বলে অভিযোগ তাঁর।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details