Alipurduar Sudden Storm : ঝড়ে লন্ডভন্ড আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা - ঝড়ে লণ্ডভণ্ড আলিপুরদুয়ারের বিস্তির্ন এলাকা
দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা(Alipurduar Sudden Storm)। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় আলিপুরদুয়ার জেলার কালচিনি, কুমারগ্রাম ব্লক ও আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক। ঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। ঘূর্ণীঝড়ের পরে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক জানান, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার 2 নং ব্লকে অনেক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগের চেষ্টা চলছে।
TAGGED:
Alipurduar Sudden Storm