পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Accident in Newtown : ভোররাতে নিউটাউনে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর - CCTV Footage

By

Published : May 1, 2022, 11:02 AM IST

নিউটাউনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের (Man dies in An Accident in Narkelbagan Newtown) । মৃতের নাম রোহন ধানচোলিয়া ৷ তিনি লেকটাউন বাঙুরের বাসিন্দা ৷ এ দিন ভোররাত প্রায় তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর ৷ তবে, ঘটনার মুহূর্তের কোনও ফুটেজ বা প্রত্যক্ষদর্শী না থাকায় এটি সাধারণ পথ দুর্ঘটনা, নাকি অন্তর্ঘাতের বিষয় রয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ ৷ রবিবার ভোররাতে নিউটাউন থানায় খবর যায়, নারকেল বাগানের কাছে এক বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ৷ খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয় ৷ তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রোহনকে মৃত বলে ঘোষণা করেন ৷ রোহন ধানচোলিয়া নারকেল বাগান হয়ে সল্টলেকের দিকে যাচ্ছিলেন ৷ জানা গিয়েছে, তিনি একটি বস্ত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দুর্ঘটনাস্থল ও তার আশপাশের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details