Man fires car in Kotulpur : নিজেকে রেলমন্ত্রী বলে দাবি অভিযুক্তের, কোতুলপুরে বিডিও অফিসের সামনে গাড়িতে আগুন যুবকের - কোতুলপুর বিডিও অফিস
কোতুলপুর বিডিও অফিসের সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লাগাল এক যুবক (Man fires a car infront of Kotulpur BDO Office) ৷ এমনকি ক্যামেরার সামনে সে বলে, আমি আগুন লাগিয়েছি ৷ আগুন লাগানোর কারণ জিজ্ঞাসা করলে সে জানায় তার আগুন লাগানোর অধিকার আছে ৷ একবার সে নিজেকে অবতার বলে পরিচয় দেয়, আরেকবার সে নিজেকে পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী বলে জানায় ৷ বিডিওকে ধমক দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ডেকে পাঠানোর কথাও বলে ৷ কোতুলপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।