পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dakshin Dinajpur Thief : টোটো নিয়ে দিনে চুরি, গণপিটুনি থেকে যুবককে উদ্ধার করল গঙ্গারাম থানা - man brutally beaten in suspect of thief

By

Published : Jun 14, 2022, 12:39 PM IST

দিনেদুপুরে টোটো নিয়ে চুরি করতে এসেছিল যুবক ৷ ফল এলাকাবাসীর গণপিটুনি ৷ (Thief in Dakshin Dinajpur) । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, সোমবার ঘটনাটি ঘটে গঙ্গারামপুর থানার সুকদেবপুরের জয়দেবপুর এলাকায় । অভিযুক্ত দক্ষিণ দিনাজপুরের কাটাবাড়ি এলাকার বাসিন্দা শুভ ভূঁইমালি । জানা গিয়েছে, দুপুরে সদানন্দ সরকার ও তাঁর স্ত্রী ঘরে তালা লাগিয়ে কাজে গিয়েছিলেন । সেই সুযোগে তালা ভেঙে ঘরে ঢোকে শুভ । ইতিমধ্যে সদানন্দবাবুর মেয়ে বাড়িতে এসে ঘরের তালা ভাঙা দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকে ৷ স্থানীয়রা অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে । শুরু হয় গণপিটুনি, ভাঙচুর করা হয় অভিযুক্তের টোটো ।

ABOUT THE AUTHOR

...view details