Man in Borkha : বোরখা পরে গার্লস হস্টেলে প্রেমিকা সাক্ষাতে যুবক, ধরা পড়তেই জুটল মার - man beaten for entering girls hostel wearing borkha
বোরখা পরে গার্লস হস্টেলে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্রীমান (Man In Borkha)৷ কিন্তু তাকে ধরিয়ে দিল জুতো ৷ গায়ে মেয়েদের বোরখা থাকলেও পায়ে ছেলেদের জুতো দেখেই সন্দেহ হয় হস্টেলের মাসির(man beaten for entering girls hostel wearing borkha)৷ এরপর স্থানীয়দের জানাতেই বিষয়টি সামনে আসে ৷ অভিযুক্তকে উত্তম-মধ্যম দিলেন স্থানীয়রা ৷ তবে রেহাই পাননি প্রেমিকাও ৷ অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তার প্রেমিকাকেও আটক করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, কলকাতা থেকে ট্রেনে চেপে বহরমপুর এসেছিল ওই কলেজ ছাত্র । প্রেমিকার সঙ্গে দেখা করতে বহরমপুর স্টেশনে পোশাক বদলে বোরখা পরেই গার্লস হস্টেল সামনে অপেক্ষা করছিল । কিন্তু বোরখা পরলে কী হবে, তার পায়ে যে উঁকি দিচ্ছিল ছেলেদের জুতো ৷ আর তাতেই এই বিপত্তি ৷
Last Updated : Jun 24, 2022, 4:31 PM IST