Mamata Bala Thakur On Shantanu Thakur : ওদের শুভবুদ্ধির উদয় হোক, শান্তনু ঠাকুরের বিজেপি গ্রুপ ছাড়া প্রসঙ্গে বললেন মমতাবালা - ওদের শুভবুদ্ধির উদয় হোক, শান্তনু ঠাকুরের বিজেপি গ্রুপ ছাড়া প্রসঙ্গে বললেন মমতাবালা ঠাকুর
বিজেপি মতুয়া সম্প্রদায়ের জন্য কিছুই করেনি। উল্টে ওরা মতুয়াদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখন ওদের শুভবুদ্ধির উদয় হোক। শান্তনু ঠাকুরের বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পরিপ্রেক্ষিতে নাম না করে তাঁকে এবং সুব্রত ঠাকুরের বিঁধলেন বনগাঁর মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur reacts after Shantanu Thakur left BJP whats app group)। তবে পদ্ম শিবির ত্যাগ করে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর তৃণমূলে আসলে তাঁর কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন বর্তমান তৃণমূল সাংসদ। যদিও তাঁদের দলে নেওয়া না নেওয়ার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেই ছেড়ে দিয়েছেন মমতাবালা ঠাকুর।