Mamata Bala Thakur: মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মিছিল করে ধর্মতলার পথে মতুয়ারা - মমতা বালা ঠাকুরের নেতৃত্বে ধর্মতলা মুখি বিশাল মিছিল মতুয়া সম্প্রদায়ের
একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে আসছেন মতুয়া সম্প্রদায়ের কর্মী- সমর্থকরা ৷ বনগাঁ থেকে শুরু করে রাজ্যের একাধিক জায়গা থেকেই আসছেন মতুয়ারা ৷ কর্মী-সমর্থকদের নিয়ে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলার দিকে রওনা দিলেন প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর (Mamata Bala Thakur)। জমায়েত শুরু হয়েছিল বুধবার রাত থেকেই। এরপর বৃহস্পতিবার সকালে ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা নিয়ে শুরু হয় মিছিল।
TAGGED:
Mamata Bala Thakur