Mahila Samity Campaign : দেশি মদের কারবারি রুখতে শুরু মহিলা সমিতির অভিযান - প্রতিবাদে মদের দোকান উচ্ছেদ অভিযানে রাস্তায় নামল মহিলা সমিতি
বেশ কয়েকদিন ধরে এলাকায় বেড়ে চলেছে দেশি মদের কারবার। মদ খাওয়ার জন্য টাকা খরচ হয়ে যাওয়ায় সুন্দরবনের প্রান্তিক এলাকায় পারিবারিক অশান্তি বেড়ে চলেছে । এবার তারই প্রতিবাদে মদের দোকান উচ্ছেদ অভিযানে রাস্তায় নামল মহিলা সমিতি (Mahila Samity Campaign Against Country Liquor Business) । মহিলা সমিতির পক্ষ থেকে এলাকার দেশি মদের দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে দেশি মদ নষ্ট করে দেওয়া হয় । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের নতুন বাজার এলাকায় । এই ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামখানা থানার পুলিশ ঘটনাস্থলে যায় । সুস্থ সমাজ গড়তে আগামিদিনে নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা এই অভিযান চালাবে, জানানো হয় মহিলা সমিতির পক্ষ থেকে ।