Madhumita Sarcar: 'কুলের আচার' ছাড়া আরও কী কী বানাতে পারেন মধুমিতা ? - Madhumita Sarcar
আসন্ন ছবি 'কুলের আচার'-এ নায়িকার ভূমিকায় রয়েছেন মধুমিতা (Madhumita Sarcar Shares Her Thoughts With ETV Bharat )৷ মূলত তাঁকে নিয়েই তৈরি হয়েছে গল্পের প্রধান সমস্যা ৷ তাঁর পদবি বদল না-করার জেদ থেকেই সংঘাতের সূত্রপাত ৷ এই মধুমিতা এবার আড্ডা দিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷ জানালেন ছোটবেলাতেই শিখে ফেলেছেন বেশ কিছু পদ রান্না। তার মধ্যে কুলের আচারও একটি ৷ জানেন আরও কয়েকটি পদ রান্না করতে । সেগুলো কী কী ? আসন্ন ছবি 'কুলের আচার' নিয়ে কথা বলতে বসে সহ অভিনেতা বিক্রমকে 'ঢপবাজ' বললেন অভিনেত্রী । কেন জানেন ?
TAGGED:
Madhumita Sarcar