Madan-Nachiketa Song Recording : খেলার গানে জুটি বাঁধলেন মদন-নচিকেতা - মদন মিত্র-নচিকেতা চক্রবর্তী গান রেকর্ডিং
কলকাতা পৌরভোটের (KMC Election 2021) ঠিক আগে জুটি বাঁধলেন দুই মহারথী ৷ তাঁদের একজন রাজনীতির পুরনো খেলোয়াড় ৷ অন্যজন স্বনামধন্য শিল্পী ৷ প্রথমজনের নাম মদন মিত্র (Madan Mitra) এবং দ্বিতীয় মানুষটি হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty) ৷ একসঙ্গে ‘খেলার গান’ রেকর্ড করলেন তাঁরা ৷ সুরে, ছন্দে গলা মেলালেন দু’জনেই ৷ লেকটাউনের একটি স্টুডিয়োয় সারা হল সেই কাজ ৷ উদ্যোক্তাদের দাবি, আগামী দিনে এই গানই কলকাতা পৌরভোটের থিম সং হয়ে উঠবে ৷
Last Updated : Nov 27, 2021, 10:51 PM IST