পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 23, 2022, 10:03 PM IST

ETV Bharat / videos

Madan Slams Dilip দিলীপ ঘোষের মনে কষ্ট, ওষুধ বলতে চান মদন

আগে দিলীপ ঘোষকে দেখলেই চড় মারতে ইচ্ছা হত, তবে এখন আর রাগ নেই দিলীপ ঘোষ প্রসঙ্গে সরব কামারহাটির বিধায়ক (TMC MLA) মদন মিত্র (Madan Mitra)। বর্তমানে ক্রমেই তলানিতে ঠেকছে বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক। উল্লেখ্য, হেস্টিংসে রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ডাকা হয়নি, এমনটাই দাবি করেছেন খোদ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি (National Vice President of BJP) ৷ আর তারপরেই সরব মদন মিত্র ৷ মঙ্গলবার কুমোরটুলির এক কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি বলেন, একসময় আমার মনে হতো দিলীপ ঘোষকে দেখলেই চড় মারি। তবে এখন আর রাগ নেই। বর্তমানে ওনার সঙ্গে দল যেভাবে ব্যবহার করছে তাতে ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। উনি যদি আমার এখন স্বপ্নে আসেন তবে আমি ওনাকে ওনার ওষুধটা বলে দেব।

ABOUT THE AUTHOR

...view details