রাজীবের পরই ভালোবাসার মানুষের তালিকায় জেটলিকে রাখলেন মদন - Madan Mitra
আপাদমস্তক ভদ্রলোক ছিলেন অরুণ জেটলি ৷ একজন ভদ্র রাজনীতিক হিসেবে দেশ তাঁকে মনে রাখবে ৷ ভারতের পরম্পরা, ঐতিহ্য বহন করেছেন তিনি ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করে বললেন তৃণমূল নেতা মদন মিত্র ৷ তিনি আরও বলেন, "আমি খুব দূর থেকে যাঁদের ভালোবাসি-শ্রদ্ধা করি, তাঁদের মধ্যে ইদানিং কালে ভদ্র, সভ্য, মানুষের কাছে গ্রহণযোগ্য মুখ হিসেবে আমার কাছে প্রথমে রাজীব গান্ধি হলে দ্বিতীয় নাম অরুণ জেটলি ৷" ভিডিয়ো...