Locket Slams State Govt রাজ্যে দুর্নীতি ইস্যুতে শাসকদলকে নিশানা লকেটের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান সাংসদ লকেট
"এক একটা চোর ধরা পড়বে, আর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হবে। তখন তৃণমূল সরকারটা ধসে পড়বে।" রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এভাবেই শাসকদলকে নিশানা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Slams State Govt on Corruption Issue)। মঙ্গলবার বারাসতে বিজেপি আয়োজিত এক রক্তদান শিবিরে যোগ দেন তিনি। সেখানেই মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপির এই সাংসদ।