Locket Chatterjee Slams : 'দিল্লির এইমসে ভাল চিকিৎসা হয়' পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ লকেটের
"অনুব্রত মণ্ডলের পাশে আরেকটি বেড ফাঁকা করে রাখা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হাইকোর্টের নির্দেশে কোথাও যাওয়া যাবে না। উডবার্নেও নয়। সবচেয়ে ভাল হবে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হলে ৷ যদি শরীর খারাপ হয় তাহলে ওখানে চলে যান ৷ খুব ভাল চিকিৎসা হয়।" হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে যে নির্দেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার হুগলির সাংগঠনিক অফিসে একথাই বলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee Slams)।
TAGGED:
Locket Chatterjee Slams