Uttarpara Government Hospital : ভগ্নপ্রায় উত্তরপাড়া সরকারি হাসপাতালের বহির্বিভাগ সংস্কারের দাবি শহরবাসীর
উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগের ভগ্নপ্রায় দশা। রাত নামলেই সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে পুরনো এই ভবন । সংস্কার করে হাসপাতাল সম্প্রসারণের দাবি তুলছেন স্থানীয়রা (Locals demand OPD reform of Uttarpara Government Hospital) । উত্তরপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে পৌরসভার বিপরীতে একসময় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ছিল । সেটি বন্ধ করে বহির্বিভাগ সরিয়ে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে । দীর্ঘদিন অব্যবহারের ফলে জিটি রোড ও অমরেন্দ্র সরণির সংযোগস্থলে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ভবনটি । স্থানীয় মানুষের অভিযোগ রাত নামলেই সমাজবিরোধীদের আখড়া হয়ে ওঠে বহির্বিভাগ । উত্তরপাড়ার বাসিন্দা চিকিৎসক থেকে সাধারণ মানুষের দাবি, সংস্কার করে নার্সিং স্কুল বা ব্লাড ব্যাঙ্কের মত কিছু করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে কাজে লাগানো হোক । উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, "সরকারের ভাবনায় আছে এই ভবন । এই ভবন স্বাস্থ্য দফতরের, সংস্কার করে মানুষের কাজে লাগানো হবে ।"