পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রাস্তায় পশুরাজ - গুজরাট

By

Published : Jul 7, 2021, 9:48 PM IST

গুজরাতের আমেরলির রাস্তায় বিচরণ করছে পশুরাজের দল ৷ ইতিমধ্যেই এই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ দুটি বাচ্চা-সহ পাঁচটি সিংহ সড়কপথে হেঁটে বন্দরে পৌঁছে গিয়েছে ৷ এভাবে রাস্তায় পশুরাজদের ঘুরে বেড়াতে দেখে বন্দরের স্থানীয় বাসিন্দা ও কর্মীরা হতবাক ৷ দেখার পরেই নিরাপত্তারক্ষীরা বন দফতরের অফিসারদের খবর দেন ৷ শেতরঞ্জি রেঞ্জের উপ বন সংরক্ষক নিশা রাজ জানান, রাজুলা ও জা়ফরাবাদের তিনটি সিংহকে রেডিয়ো কলার দ্বারা উদ্ধার করা হয় ৷ মঙ্গলবার রাতে পিপাবাবের কাছে একটি সিংহকে দেখা যায় ৷ গির অরণ্য গুজরাতের আমরেলি জেলায় অবস্থিত ৷ সারা দেশের মধ্যে গির অরণ্য এশিয়াটিক সিংহের বনভূমি হিসেবেই পরিচিত ৷

ABOUT THE AUTHOR

...view details