পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Leopard Death in National Highway : রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের - রোহিনীর কাছে ওই চিতাবাঘটি রাস্তা পার করতে গেলে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি

By

Published : Jun 2, 2022, 8:04 PM IST

ফের জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘের (leopard died after being hit by a car while crossing road) । বৃহস্পতিবার বিকেলে ওই চিতাবাঘের দেহকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী 10 নম্বর জাতীয় সড়কের রোহিনী রোডে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন রোহিনীর কাছে ওই চিতাবাঘটি রাস্তা পার করতে গেলে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। রাস্তার পাশেই ছিটকে পরে চিতাবাঘটি। পরে অন্যান্য গাড়ি চালক ও স্থানীয়রা বন দফতর ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কার্শিয়াং বন বিভাগের কর্মীরা। তাঁরা পৌঁছে চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠায় ৷ এই নিয়ে চলতি বছরে পাচঁটি চিতাবাঘের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। যদিও ঘাতক গাড়িটি এখনও অধরা। তার উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে বনবিভাগ ও পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details