পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Leopard Caged at Indong : খাঁচায় বন্দি চা বাগানের শ্রমিককে আহত করা চিতাবাঘ - leopard caged at indong tea garden in jalpaiguri

By

Published : May 26, 2022, 4:09 PM IST

অবশেষে চিতাবাঘ বন্দি ৷ বৃহস্পতিবার ডুয়ার্সের ইনডং চা বাগানে খাঁচাবন্দি করা হয়েছে চিতাবাঘটিকে ৷ জানা গিয়েছে, চলতি মাসের 21 তারিখ সংশ্লিষ্ট চা-বাগানে কাজ করছিলেন শ্রমিকরা ৷ সেইসময়েই চিতাবাঘের হানায় আহত হন এক শ্রমিক ৷ 23 মে থেকে চিতাবাঘটিকে ধরতে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা খাঁচা পেতে রাখেন চা বাগানে । বৃহস্পতিবার ফাঁদে পড়ে চিতাবাঘটি ৷ খাঁচা বন্দি হওয়া চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই বাঘটির প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে । শীঘ্রই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা (leopard caged at indong tea garden) ৷

ABOUT THE AUTHOR

...view details