পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Leopard Body Recovered : চা বাগান থেকে চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার - গেন্দ্রাপাড়া চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের পচাগলা দেহ

By

Published : May 19, 2022, 10:03 AM IST

ডুয়ার্সের বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা-বাগান থেকে উদ্ধার চিতাবাঘের পচাগলা দেহ (Leopard Body Recovered From Gendrapara Tea Garden) । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । সূত্রের খবর, বুধবার দুপুরে ওই বাগানের 52বি সেকশন এলাকায় শ্রমিকরা চিতাবাঘের দেহটি পড়ে থাকতে দেখেন । তড়িঘড়ি ঘটনার খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে । খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের দেহটি উদ্ধার করে । প্রাথমিক ভাবে অনুমান, চিতাবাঘটির দু-একদিন আগে মৃত্যু হয়েছে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি পাঠানো হয়েছে । আতঙ্কে বাগানে কাজ বন্ধ রয়েছে । বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় জানান, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা সম্ভব নয় ।

ABOUT THE AUTHOR

...view details