পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিধানসভা নির্বাচনের আগে দলবদল অব্যাহত পুরুলিয়ায় - BJP supporters join TMC party

By

Published : Feb 23, 2020, 11:18 PM IST

দলবদল অব্যাহত পুরুলিয়ায় ৷ 2021 সালে বিধানসভা নির্বাচন ৷ তার আগে পুরুলিয়ার সাতুরিতে তৃণমূল নেতা রামপ্রসাদ চক্রবর্তীর হাত ধরে শক্তিবৃদ্ধি ঘটল । সাতুড়ি ব্লকের BJP-র OBC মোর্চার সভাপতি ছিলেন আনন্দ কর্মকার ৷ তাঁরই নেতৃত্বে আজ তৃণমূলে যোগদান করল 120টি পরিবার ৷ অনুষ্ঠানে তৃণমূল নেতা রামপ্রসাদ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন সাতুরি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অসীম চ্য়াটার্জি ও তৃণমূল নেতা বিধুভূষণ শান্তিকরিসহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা ।

ABOUT THE AUTHOR

...view details