Cutting Down Trees: রঘুনাথপুরে অবৈধ বৃক্ষচ্ছেদন, বিপুল পরিমাণ শালকাঠ বাজেয়াপ্ত বনদফতরের - ঝাড়গ্রাম শাল গাছ কাটা
ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুর এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের পাশে পিডব্লিউডি-এর জায়গায় থাকা ঐতিহ্যবাহী শাল গাছ কাটা হচ্ছিল (Cutting Down Trees in Jhargram)। রবিবার সকালে শাল গাছ কাটা দেখে স্থানীয় বহু মানুষ ঘটনার বিরোধিতা করলে তাদের জানানো হয় বনদফতর ও প্রশাসনের অনুমতি নিয়েই শাল গাছগুলি কাটা হচ্ছে । স্থানীয়দের অভিযোগ, শাল গাছগুলির গোড়ায় অ্যাসিড দিয়ে মেরে ফেলা হচ্ছে । পরে এলাকাবাসীর চাপে পড়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার ও ঝাড়গ্রাম রেঞ্জের অফিসার প্রদীপ সেনগুপ্ত ও বাঁদরভুলা বিটের বিট অফিসার । রেঞ্জ অফিসার প্রদীপ সেনগুপ্ত জানান, আমাদের কাছে কোনওপ্রকার অনুমতি না-নিয়ে এই গাছগুলি কাটা হচ্ছিল আমরা গাছের গুঁড়িগুলি বাজেয়াপ্ত করলাম। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।