Landslide In Kalimpong: কালিম্পংয়ে জাতীয় সড়কে ধস - Landslide In Kalimpong
ফের ধস পাহাড়ে ৷ রাতভর টানা বৃষ্টির জেরে সোমবার সকালে ধস নামল কালিম্পংয়ে (Landslide In Kalimpong)। এদিন কালিম্পংয়ের রম্ভি থানার অধীন বিড়িকদাড়ায় 10 নম্বর জাতীয় সড়কে ধসের ঘটনাটি ঘটে। ধসের কারণে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন । প্রায় ঘন্টাখানেক টানা চলে ধস সরানোর কাজ । প্রায় তিন ঘন্টা পর ধস সরিয়ে জাতীয় সড়ক দিয়ে ফের যান চলাচল স্বাভাবিক হয় । তবে ওই ধস প্রবণ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । সেই জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ ।
Last Updated : Jul 25, 2022, 8:06 PM IST