Landslide in Darjeeling: রাতভর বৃষ্টি, সুখিয়াপোখরিতে মানেভঞ্জনের রাস্তার বড়সড় ধস - সুখিয়াপোখরিতে মানেভঞ্জনের রাস্তার বড়সড় ধস
রাতভর টানা বৃষ্টির জেরে ফের পাহাড়ে ধস । বৃহস্পতিবার সুখিয়াপোখরিতে দার্জিলিং থেকে মানেভঞ্জন সংযোগকারী 12 নম্বর রাজ্য সড়কে ধস নামে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুখিয়াপোখরি থানার পুলিশ, জিটিএ ও বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা । ধসের জেরে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয় । রাস্তার উপর ভেঙে পরে প্রচুর গাছ । প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধসের কারণে বন্ধ থাকে রাস্তা । বিকেল নাগাদ যান চলাচল স্বাভাবিক করা হয় ।