Landslide in Dalep-Kataray Highway: সিকিমে ভয়াবহ ধস, ডালেপ-কাতারে জাতীয় সড়কে বন্ধ যানচলাচল
নতুন তৈরি হওয়া 717 বি ডালেপ কাতারে জাতীয় সড়কে ভয়াবহ ধস ৷ পশ্চিমবঙ্গ ও সিকিমের সংযোগকারী এই জাতীয় সড়কটি নাথুলায় ভারত ও চিন সীমান্ত পর্যন্ত গিয়েছে ৷ ধস নেমেছে কালিম্পঙের পেডং ও সিকিমের রেহনকের মাঝে কাতারে এলাকায় (Landslide in Dalep Kataray Highway in Sikkim) ৷ স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে ধস নামার পিছনে নির্মাণকারী সংস্থার ব্যর্থতা দায়ী ৷ এই সড়কটির নাম ডালেপ-কাতারে হাইওয়ে ৷