পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Illigal Sand Smuggling : অবৈধ বালি পাচার রোধে সরকারি অভিযান ধূপগুড়িতে, 1 লক্ষ টাকা জরিমানা - ভূমি এবং ভূমি সংস্কার দফতর

By

Published : May 8, 2022, 10:56 PM IST

বেআইনি বালি পাচার বন্ধ করতে অভিযান ধূপগুড়ি ভূমি এবং ভূমি সংস্কার দফতরের ৷ রবিবার হঠাৎই ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তায় অভিযান চালান ধূপগুড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রসেনজিৎ ভট্টাচার্য । এই অভিযানে বেআইনি বালি পাচারের দায়ে 2টি বালি বোঝাই ট্র্যাক্টর আটক করে মাথাপিছু 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ৷ আগামী মঙ্গলবারের মধ্যে এই জরিমানা মিটিয়ে দিতি হবে ৷ এদিনের ভূমি ও ভূমি সংস্কার দফতরের এই অভিযানে উপস্থিত ছিল ধূপগুড়ি থানার পুলিশ (Land Reforms Department ) ৷

ABOUT THE AUTHOR

...view details