Land Mafia: বন্দুক হাতে জমি মাফিয়ার দৌরাত্ম্য, তৃণমূল কাউন্সিলরের হুঁশিয়ারি - Land Mafia were Accused of Violence
জমি মাফিয়াদের বিরুদ্ধে বন্দুক হাতে দৌরাত্ম্যের অভিযোগ উঠল (Land Mafia were Accused of Violence)। আসানসোল পৌরনিগমের 13 নম্বর ওয়ার্ডের কেশবগঞ্জ গ্রামের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, জমি দখল করতেই গ্রামবাসীদের উদ্দেশে বন্দুক উঁচিয়ে ভয় দেখানো হয় । ঘটনার কথা স্বীকার করেছেন ওই ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর রীনা মুখোপাধ্যায় । জানা গিয়েছে, কেশবগঞ্জ এলাকায় একটি জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে জমি দালালদের দ্বন্দ্ব বেঁধেছিল । স্থানীয়দের দাবি, ওই জমি দেবোত্তর সম্পত্তি । জমি মাফিয়ারা নিজের দখলে নিতে চাইছে ওই জমি । মঙ্গলবার সকালে ফের জমি মাফিয়ারা জমির দখল নিতে গেলে গ্রামবাসীরা একজোট হয় । অভিযোগ, তখনই বিবেক বাউরি নামে এক জমি মাফিয়া বন্দুক বের করে ভয় দেখায় গ্রামবাসীদের । গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদ বিবেক পালায় ও গা ঢাকা দেয় । কিন্তু বিবেকের ওই বন্দুক বের করার ছবি ভাইরাল হয়ে যায় । বুধবার ওই এলাকায় যান স্থানীয় কাউন্সিলর রীনা মুখোপাধ্যায় । তিনি স্পষ্ট জানিয়েছেন, যে জিনিস ঘটেছে তা মেনে নেওয়া যায় না । তিনি জমি মাফিয়াদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ।