পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Two Miscreants Arrested With Firearms : লেকটাউনে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 2 দুষ্কৃতী - Two Miscreants Arrested With Firearms

By

Published : May 1, 2022, 2:31 PM IST

আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ (Laketown Police Arrests Two Miscreants With A Firearms in Dakshindari) ৷ দক্ষিণদাড়ি এলাকার এক বাসিন্দা ওই দু’জনকে এলাকায় সন্দেহজনকভাবে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে দেখে লেকটাউন থানায় খবর দেন ৷ পুলিশ ওই এলাকায় গিয়ে দু’জনকে আটক করে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে, লেকটাউনে চুরির উদ্দেশ্যে এসেছিলেন তাঁরা ৷ এর পরেই ধৃতদের গাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় দু’জনকে ৷ ধৃত দুই দুষ্কৃতী রাজাবাজার ও নারকেলডাঙার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ৷ তাঁদের নাম মহম্মদ ইসমাইল এবং সাহেব খান ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details