পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kumari Puja: মহাষ্টমীতে মালদা রামকৃষ্ণ মিশনে পালিত হল কুমারী পুজো - মহাঅষ্টমী

By

Published : Oct 13, 2021, 4:28 PM IST

মহাষ্টমীর সকালে মালদা রামকৃষ্ণ মিশনে হল কুমারী পুজো ৷ মিশনের এই অষ্টমী পুজো বেশ জনপ্রিয়। যেহেতু এবছর মালদা ছাড়া অন্যান্য রামকৃষ্ণ মিশনে ভক্তদের প্রবেশের অনুমতি নেই, সেই কারণে ভক্তরা বিভিন্ন এলাকা থেকে পুজো দেখতে ছুটে এসেছিলেন মালদার রামকৃষ্ণ মিশনে। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে এখানে শুরু হয় অষ্টমী পুজো। অষ্টমী পুজো শেষ হতেই সকাল সাড়ে ন'টা থেকে শুরু হয় কুমারী পুজো। এবারের পুজোয় কুমারী হয়েছে মালদার পুরাটুলি সদর ঘাটের শুভ্রাঙ্কি মুখোপাধ্যায়। পাঁচদিনের মধ্যেই সাত বছরের শুভ্রাঙ্কিকে কুমারী পুজোর জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর মা উস্রি মুখোপাধ্যায়। বাড়ির মেয়ে রামকৃষ্ণ মিশনে কুমারী হিসেবে পূজিত হওয়ায় অত্যন্ত খুশি শুভ্রাঙ্কির পরিবারের লোকজন ৷

ABOUT THE AUTHOR

...view details