Krishna Idol নদীতে মাছ ধরতে গিয়ে গোপালের মূর্তি উদ্ধার মুসলমান যুবকের - গোপালের মূর্তি উদ্ধারে চাঞ্চল্য কোচবিহারে
মঙ্গলবার শীতলকুচির খুঠামারা নদী থেকে উদ্ধার গোপালের মূর্তি (Krishna Idol Recovered in River) ৷ মূর্তিটি উদ্ধার করেন মহম্মদ আলি নামে এক যুবক। ওই এলাকার গাদোপোতা গ্রামের বাসিন্দা আলি এদিন মাছ ধরতে খুঠামারা নদীতে যান। সেখানেই গোপালের মূর্তিটি পান তিনি (Krishna Idol Recovered by Fisherman) । নিয়ে আসেন বাড়িতে। বিষয়টি জানাজানি হতেই মহম্মদ আলির বাড়িতে প্রতিবেশীরা ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। আলি জানান, এদিন দুপুরবেলা তাঁরা কয়েকজন বন্ধু মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরতে ধরতে আচমকাই এই মূর্তিটি দেখতে পান। স্থানীয়দের মধ্যে এনিয়ে একটি বৈঠক হয় ৷ ঠিক হয়েছে মূর্তিটিকে স্থানীয় মন্দিরে প্রতিষ্ঠা করা হবে ৷