পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Alert for Cyclone Asani : জারি 'অশনি' সতর্কতা, প্রস্তুত কলকাতা রিভার ট্রাফিক পুলিশ - বাংলায় অশনি সতর্কতা

By

Published : May 9, 2022, 7:39 PM IST

ধীরে ধীরে শক্তি ক্ষয় হলেও ক্রম উপকূল ভাগের দিকে এগোচ্ছে হচ্ছে ঘূর্ণিঝড় অশনি ৷ এরাজ্যে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ তবে এই ঘূর্ণিঝড় ও তার পরবর্তী নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা (Alert for Cyclone Asani in Bengal) ৷ দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, ডায়মন্ড হারবার, বকখালি ও পূর্ব মেদিনীপুরের দিঘা ,মন্দারমনি-সহ একাধিক উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন নেমে পড়েছে ময়দানে । পিছিয়ে নেই কলকাতা রিভার ট্রাফিক পুলিশও । ইতিমধ্যেই একাধিক স্পিড বোর্ড এবং অত্যাধুনিক যন্ত্রপাতি বিশিষ্ট ওয়াটার বাইক নামানো হয়েছে নদীতে । কলকাতা পুলিশ সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার কোনও জায়গায় যদি সাহায্যের প্রয়োজন হয় , তাহলে কলকাতা রিভার ট্রাফিক পুলিশের তরফে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে লালবাজার । ইতিমধ্যেই বেশ কিছু স্পিড বোর্ড নামানো হয়েছে গঙ্গাবক্ষে । পাশাপাশি, সোমবার সকাল থেকেই চলছে গঙ্গাবক্ষে টহলদারি ।

ABOUT THE AUTHOR

...view details