Sourav Ganguly: 50-এ মহারাজ, সৌরভকে উৎসর্গ করে দুর্গাপুজোও ‘পঞ্চাশে-পঞ্চাশ’ - Durga Puja
বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গোৎসবের খুঁটি পুজো হয়ে গেল আজ ৷ যে পুজোর সঙ্গে জড়িয়ে আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ৷ সেই বড়িশা প্লেয়ার্স কর্নার এ বারের দুর্গা পুজো উৎসর্গ করল সৌরভের নামে (Khuti Puja of Barisha Players Corner Durgothsab in Name of Sourav Ganguly) ৷ কারণ হিসাবে ক্লাবের তরফে জানানো হয়েছে, আগামী 8 জুলাই বাঙালির প্রিয় মহারাজের জন্মদিন ৷ আর এটা তাঁর 50 বছরের জন্মদিন ৷ তাই তাঁর 50 বছরের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে, বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো এ বার পঞ্চাশে-পঞ্চাশ ৷ এ দিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় ৷ সৌরভ বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন ৷ সেখানে বার্মিংহামে ইংল্যান্ড বনাম ভারতের অসমাপ্ত টেস্টে উপস্থিত রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷