Karate Championship medal At Kandi : ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে পদক আসায় খুশির হাওয়া কান্দিতে - Karate Championship medal At Kandi
ক্যারাটে প্রতিযোগিতায় কান্দির ঝুলিতে এল একাধিক পদক (Karate Championship medal At Kandi) ৷ 24তম রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কান্দির ক্যারাটে প্রতিযোগীদের জয়জয়াকার। 16 ও 17 এপ্রিল দু'দিন ব্যাপী রাজ্যস্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। 8 বছর থেকে 21 বছর বয়সি ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। কান্দি শহর থেকে 9 জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। 6টি সোনা, 3টি রুপো ও 1টি ব্রোঞ্জ পদক কান্দির ঝুলিতে উঠতেই খুশির হাওয়া শহরে।