পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ছোটোবেলায় কেমন ছিলেন কমলা ? জানালেন তাঁর মাসি - Sarala Gopalan

By

Published : Nov 9, 2020, 10:16 AM IST

ছোটোবেলায় কেমন ছিলেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত কমলা হ্যারিস ? জানালেন তাঁর মাসি সরলা গোপালন । বলেন, "আমি একজন চিকিৎসক ৷ চণ্ডীগড়ে কাজ করতাম ৷ সেই সময় কমলা একাধিকবার এসে আমাদের সঙ্গে দেখা করে গেছে ৷ ছোটোবেলা থেকেই সে প্রত্যেকের কথা শুনে চলত ৷ মায়ের খুবই বাধ্য ছিল ৷ এতদিন সে যা কিছুই করেছে সব ভালোর জন্য করেছে এবং ও যা চেয়েছিল সেটাই অর্জন করেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details