Post-Poll Violence Case : সিবিআই তলবে গর্বিত, হাজিরা দিয়ে বেরিয়ে জানালেন বিজেপির কালোসোনা মণ্ডল - সিবিআই
ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তলব করায় গর্বিত বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডল (Kalosona Mandal is Proud of Being Summoned by CBI in Post-Poll Violence Case) ৷ দুর্গাপুরে সিবিআই দফতরে হাজিরা দিয়ে বেরনোর পর এমনটাই জানালেন তিনি ৷ সিবিআই তাঁকে ডাকায় তিনি গর্বিত এবং সুযোগ থাকলে তিনি মিষ্টি বিতরণ করতেন ৷ তাঁর কথায়, ‘‘লোকে সিবিআই-কে ভয় পায়, আমি মনে করি সিবিআই-কে প্রণাম করা উচিত ৷’’ সেই সঙ্গে বীরভূমে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের প্রসংশা করেন কালোসোনা মণ্ডল ৷ তিনি দাবি করেন, একমাত্র রামকৃষ্ণ রায়ের ক্ষমতা ছিল শাসকদলের নেতাদের চোখে চোখ রেখে কথা বলার ৷ তিনি এও বলেন, তাঁর সত্যি কথা বলার সাহস আছে বলেই সিবিআই তাঁকে ডেকেছে ৷ তবে, ভোট-পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআই তাঁকে কী প্রশ্ন করেছেন ? তার কোনও জবাব কালোসোনা মণ্ডল দেননি ৷