Kali Pujo Parikrama 2021: বারাসতে 'ত্রিপুরা সুন্দরী' - kali pujo of barasat
বারাসতের ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। 49 তম বর্ষে এবার তাদের থিম 'কালো রূপে ত্রিপুরা সুন্দরী'। অসমের একটি মন্দিরের অনুকরণে সেজে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। এখানে ফুটিয়ে তোলা হয়েছে হারিয়ে যাওয়া হস্তশিল্পকে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে মাতৃ প্রতিমাকেও সাজিয়ে তোলা হয়েছে শ্যামা রূপে। যা মন কেড়েছে দর্শনার্থীদের। উদ্যোক্তারা জানিয়েছেন করোনা আবহে কোভিড বিধি মেনেই এই পুজোর আয়োজন করা হয়েছে ৷
Last Updated : Nov 7, 2021, 2:06 PM IST