পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kakoli Slams Central Agency: 'এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে', সুবোধের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি নিয়ে মন্তব্য কাকলির - Kakoli Ghosh Dastidar

By

Published : Sep 4, 2022, 10:48 PM IST

"কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। আগেও এটা হয়েছে, এখনও সেটাই চলছে।" দলীয় বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআইয়ের তল্লাশি (Kakoli Ghosh Dastidar on CBI Raids) অভিযান প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ (TMC MP) এবং দলের জাতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। রবিবার বিকেলে নিজের লোকসভা কেন্দ্র বারাসতে একটি কর্মসূচিতে যোগ দেন তিনি। কর্মসূচি শেষে সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সক্রিয়তা নিয়ে সরব হন তৃণমূলের এই সাংসদ। উল্লেখ্য, এদিন সকালে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর চেয়ারম্যান ভাই কমল অধিকারীর হালিশহরের বাড়িতে হানা দেয় সিবিআই। এছাড়াও বিধায়কের একাধিক ফ্ল্যাটেও চলেছে দিনভর তল্লাশি ৷

ABOUT THE AUTHOR

...view details