TET Aspirants Protest : টেট পরীক্ষা পাস করার পরও চাকরি নেই ! বিক্ষোভে চাকরিপ্রার্থীরা - টেট পরীক্ষা পাস করার পরও চাকরি নেই
2017 সালে টেট পরীক্ষা পাস করার পর চাকরি পায়নি টেট পরীক্ষার্থীরা ৷ 2017 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেয় । সেইমতো সল্টলেক সিটি সেন্টারের কাছে জামায়াত করতে গেলে প্রায় শতাধিক আন্দোলনকারীদের আটক করে বিধান নগর পুলিশ (TET Aspirants Protest) । পরবর্তী সময় সিটি সেন্টার সংলগ্ন কল্যাণ জুয়েলার্সের সামনে থেকে আরও একটি মিছিল শুরু করে ৷ পরে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিলে সল্টলেক অরুণাচল ভবনের কাছে আসতেই মিছিল আটকে দেয় পুলিশ ৷ পুলিশের ধরপাকড়ের সময় বচসা শুরু হয়ে যায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় । বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।