কেউ কারো কষ্টের কারণ হবেন না : জিতেন্দ্র তিওয়ারি - কম্বল বিতরণ অনুষ্ঠানে আসেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি
পাণ্ডবেশ্বরের কলেজপাড়া ময়দানে আদিবাসী বাঁদনা পরব উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে আসেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি । কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে জিতেন্দ্র তিওয়ারি বলেন " কেউ কারো কষ্টের কারণ হবেন না ৷ কারো জন্য অন্য লোকের চোখে জল না আসে সেটা আমাদের দেখতে হবে । আমাদের যে মেধা , শক্তি, ক্ষমতা আছে তা মানুষের চোখের জল মোছার কাজে লাগাতে হবে ৷’’