Jaya Ahsan: সকলকে সহিষ্ণু থাকার অনুরোধ জানালেন জয়া এহসান - দেশবাসীকে সহিষ্ণু থাকার অনুরোধ জানালেন জয়া আহসান
24 জুন মুক্তির পথে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ঝরা পালক'। কবি জীবনানন্দ দাশের ব্যক্তিগত জীবন অবলম্বনে নির্মিত এই ছবিতে কবির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া এহসান । ছবিতে রাহুল বন্দোপাধ্যায় এবং ব্রাত্য বসুদের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ নিজের চরিত্র এবং সাম্প্রতিককালের সামাজিক পরিস্থিতি নিয়ে কী বললেন অভিনেত্রী ( Jaya Ahsan Shares Her Thoughts With Etv Bharat)?
Last Updated : Jun 15, 2022, 6:57 PM IST
TAGGED:
Jaya Ahsan