পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

College Fest Security Measure : জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠান, সতর্ক পুলিশ - জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠান

By

Published : Jun 4, 2022, 3:07 PM IST

কলকাতায় গায়ক কেকের মৃত্যুর ঘটনার পর সতর্ক জলপাইগুড়ি পুলিশ (Jalpaiguri Police taking security measure after KK death) । জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেখানে যাতে কোনও রকম সমস্যা না হয় তা খতিয়ে দেখল জেলা পুলিশ । শুক্রবার রাতে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে পরিদর্শনে যান জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন ও অন্যান্য পুলিশ আধিকারিকরা । ডেপুটি পুলিশ সুপার (DIB) মানবেন্দ্র দাস জানান, শনিবার কলেজ ক্যাম্পাসে সোশ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা । কলকাতা থেকেও কয়েকজন শিল্পীর সেখানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে । তাই আমরা আগে ভাগেই অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখলাম । অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান পথ বড় রাখার কথা বলা হয়েছে । ব্যাপারে আয়োজকদের বলা হয়েছে । এদিকে অনুষ্ঠান প্রসঙ্গে কলেজের সোশ্যাল কোঅর্ডিনেটর সব্যসাচী মিশ্র জানান, পুলিশের তরফে নিরাপত্তাজনিত যে যে পরামর্শ আমাদের দেওয়া হয়েছে, সেগুলো মেনেই অনুষ্ঠান করা হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details