পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jagannath Sarkar on CM Remark : হাঁসখালি-কাণ্ডে বিবৃতির জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন জগন্নাথ সরকার - Jagannath Sarkar says CM should make an apology on her remark on Hanskhali rape incident

By

Published : May 8, 2022, 10:20 PM IST

হাঁসখালি গণধর্ষণকাণ্ডের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বিবৃতি দিয়েছেন, সেজন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত ৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar says CM should make an apology on her remark on Hanskhali rape incident) । এদিন তিনি জানান, প্রশাসনের সুবিধা বাড়িয়ে নদিয়া জেলা পুলিশকে দু'ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। পুলিশ কোনও কাজই করছে না, তারা দলদাসে পরিণত হয়েছে ৷ হাঁসখালি গণধর্ষণকাণ্ড নিয়ে সাংসদ বলেন, "তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমেই বলে বসলেন মেয়েটির প্রণয়ঘটিত সম্পর্ক ছিল, সে অন্তঃসত্ত্বা ছিল ৷ এই মন্তব্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে উনি করলেন, তা সত্যিই বলার ভাষা রাখে না। অবিলম্বে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details