Ivory Recovered: হাতির দাঁত উদ্ধার, গ্রেফতার দুই - Ivory Recovered
জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা 24 কেজি হাতির দাঁত উদ্ধার করল (Ivory Recovered) । হাতির দাঁত পাচারের ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে । সঙ্গে একটি মোটর বাইক উদ্ধার হয়েছে ৷ বৈকুন্ঠপুর বনবিভাগ সুত্রে জানা গিয়েছে, ডুয়ার্সের ওদলাবাড়ি হয়ে এই হাতির দাঁত নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল । 60 লক্ষ টাকায় হাতির দাঁত নেপালে বিক্রির ছক কষেছিল পাচার কারীরা । গোপন সূত্রে খবর পেয়ে ডুয়ার্সের মালবাজার ব্লকের ওয়াশাবাড়ি এলাকা থেকে হাতির দাঁত-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । ধৃতদের বৃহস্পতি জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।