লাদাখের 17 হাজার ফুট উচ্চতায় দীপাবলি পালন ITBP-র জওয়ানদের - দীপাবলি
দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি ৷ আলোর অনুষ্ঠানে সেজেছে গোটা দেশ ৷ লাদাখের 17 হাজার ফুট উচ্চতায় হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই দীপাবলি পালন করল ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (ITBP) ৷ প্রদীপ জ্বেলে ও গান গেয়ে দীপাবলি উদযাপন করলেন জওয়ানরা ৷ বর্তমানে সেখানের তাপমাত্র মাইনাস 20 ডিগ্রি ৷