এই পুরস্কার দারিদ্র্য দূরীকরণ আন্দোলনের : অভিজিৎ
তাঁর নোবেল জয়কে দারিদ্র্য দূরীকরণ আন্দোলনের বললেন অভিজিৎ ব্যানার্জি ৷ এদিকে তাঁর স্ত্রী তথা সহ নোবেলজয়ী এস্থার ডুফলো চান বিশ্বের সব শিশু যেন স্কুলে যাওয়ার সুযোগ পায় ৷ নোবেল জয়ের পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিজিৎ ব্যানার্জি ও এস্থার ডুফলো ৷ দেখুন ভিডিয়ো...