পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রামমন্দির নির্মাণের রায়কে স্বাগত: ইশরাত জাহান - ইশরাত জাহান রাম মন্দির

By

Published : Nov 9, 2019, 5:26 PM IST

রামমন্দির নির্মাণের রায়কে স্বাগত জানালেন BJP নেত্রী ইশরাত জাহান । তিনি বলেন, "মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে চলছিল । একজন ভারতীয় হিসেবে আমি চাই রামমন্দির ওখানে তৈরি হোক । এটা আমাদের কাছে একটা ভালো মুহূর্ত যে । যেখানে রামের জন্ম হয়েছিল সেই অযোধ্যায় রামমন্দির তৈরি হোক। ১৩০ কোটি ভারতবাসীর কাছে এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত । মহামান্য সুপ্রিম কোর্ট ওখানে যে মন্দির তৈরির নির্দেশ দিয়েছেন তাতে আমি খুব খুশি । শীর্ষ আদালতের উপরে ভারতবাসীর ভরসা ও বিশ্বাস রয়েছে । "

ABOUT THE AUTHOR

...view details